পেমেন্ট গেটওয়েতে ই-কমার্স কোম্পানিগুলির আটকে থাকা অর্থ গ্রাহকদেরকে ফেরত দিতে আইন মন্ত্রণালয়ের যাচাইয়ের জন্য অপেক্ষা করছে।
জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ই-কমার্স গ্রাহক ও ব্যবসায়ীদের ৫১২ কোটি টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আইন মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে এই অর্থ ফেরত দেয়া হবে।
গত মাসে আন্তঃমন্ত্রণালয় বৈঠকেও এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। তবে অর্থ ফেরত শুরু করার আগে বাণিজ্য মন্ত্রণালয় ভোক্তা ও ব্র্যান্ডকে তহবিল ফেরত দেওয়ার প্রক্রিয়াটি আরও যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার সাথে সাথেই অর্থ ফেরত দেওয়া শুরু করব।
প্রসঙ্গত, ই-কমার্স কোম্পানিগুলোর পেমেন্টে প্রতারণা বন্ধ করতে চলতি বছরের ১ জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক এসক্রো সেবা পেমেন্ট গেটওয়ে চালু করেছে।
নিউজ গার্ডিয়ান/ এমএ/