কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন পিএসজি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সদ্য করোনামুক্ত হয়েছেন তিনি। তবে তার এখনও মাঠে ফেরা নিয়ে সংশয় রয়েছে।
এই অবস্থায় এলো আরেকটি দুঃসংবাদ। প্রাণঘাতি ভাইরাসে সংক্রমিত হয়েছেন মেসির গুরু ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। স্বাভাবিকভাবেই এফএ কাপে সুইনডন টাউনের বিপক্ষে দলের আসন্ন ম্যাচে থাকছেন না তিনি।
শুধু গার্দিওলা নন, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন তার সহকারী ইউয়ানমা লিয়োও। উভয়ই এখন আইসোলেশনে আছেন।
এক বিবৃতিতে ম্যানসিটি জানিয়েছে, গত মঙ্গলবার গার্দিওলার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। একইসঙ্গে তার সহকারী লিয়োও আক্রান্ত হন। বর্তমানে বাধ্যতামূলক আইসোলেশনে আছেন তারা।
শুক্রবার (৭ জানুয়ারি) প্রধান কোচকে ছাড়াই এফএ কাপে খেলতে নামবে সিটিজেনরা। অবশ্য এই ম্যাচে তেমন সমস্যা হওয়ার কথা নয় তাদের। কারণ, প্রতিপক্ষ চতুর্থ বিভাগের দল টাউন।
উল্লেখ্য, ফের ইউরোপে জেঁকে বসেছে করোনা। মহাদেশটির কয়েকটি দেশে ভাইরাসটির অতি সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। সেই রেশ আছড়ে পড়ছে ইংলিশ প্রিমিয়ার লিগেও (ইপিএল)।
করোনার তোড়ে এরই মধ্যে ইপিএলের কয়েকটি ম্যাচও বাতিল করা হয়েছে। নেপথ্যে একের পর এক ফুটবলার, কোচ ও স্টাফ কোভিডে আক্রান্ত হওয়া।