চলতি সপ্তাহের শেষের দিকে উজবেকিস্তানের সমরখন্দে শুরু হচ্ছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২২ তম সম্মেলন। সম্মেলনের সময় ঐতিহাসিক এই শহরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ এক ছাদের নিচে বসবেন ১৩ জন আঞ্চলিক নেতা।
রবিবার, ভারতের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এসসিও বৈঠকে যোগ দিতে আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর সমরখন্দ সফর করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে আরও উপস্থিত থাকবেন এসসিও সদস্য রাষ্ট্রের নেতারা, পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধি, এসসিওর মহাসচিব, এসসিও আঞ্চলিক সন্ত্রাসবিরোধী কাঠামোর (আরএটিএস) নির্বাহী পরিচালক, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
জানা গিয়েছে, সম্মেলন চলাকালে বিগত দু দশকে সংস্থার কার্যক্রমের পর্যালোচনা করবেন উপস্থিত নেতৃবৃন্দ। পাশাপাশি ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। সম্মেলনে আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বের বিষয়াদি নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠক চলাকালে কয়েকজন রাষ্ট্রনেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠকেও বসতে পারেন প্রধানমন্ত্রী মোদী। খবর: ইন্ডিয়া নিউজ নেটওয়ার্ক