কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত দেবিদ্বার উপজেলার শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন দেবিদ্বার স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৪ টায় বিজ্ঞান অনুষদের হল রুমে নবীনদের ক্রেস্ট দিয়ে বরণ করার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক শরীফুল ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মোহন চক্রবর্তী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো: শোহরাব উদ্দিন, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌসে, ব্যবস্থাপনা শিক্ষা বিভগের সহযোগী অধ্যাপক ড. জিএম আজমল আলি কাউসার।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সংগঠনের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।