সাঈদ হাসান, কুবি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২১-২২ সেশনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রথম ধাপের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে এ, বি ও সি ইউনিটের ১ হাজার ৪০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৮৯৬ জন শিক্ষার্থী। এতে আসন ফাঁকা রয়েছে ১৪৪ টি।
শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১০ টায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় গুচ্ছ টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ড. মোঃ সাইফুর রহমান।
তিনি আরও জানান, এখনও কোটার আসন পূরণ হয়নি। তবে আমরা খুব দ্রুত ১০ম মেধাতালিকা প্রকাশ করব।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। ২০২১-২২ শিক্ষাবর্ষের (১৬তম ব্যাচের) স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।