নিজস্ব প্রতিবেদক:
চান্দিনা উপজেলা তৃণমূল আওয়ামীলীগ ৭ অক্টোবরের সংসদ সদস্য নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে চায়, কুমিল্লা উত্তরের জেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্তকে।
চান্দিনার তৃণমূল আওয়ামীলীগ চান্দিনায় এক পরিবারে হাতে চান্দিনার আওয়মীলীগের রাজনীতিকে আবারও ৫০ বছরের ন্যায়, জিম্মি রাখতে চায় না। তাই এই পরিবারতান্ত্রীক রাজনীতির বৃত্ত থেকে বের হওয়ার জন্য প্রাণ গোপাল কে বিকল্প ভাবছেন।
আওয়ামী লীগের ক্ষমতা থাকা অবস্থায় একের অধিক রাজনৈতিক হামলা মামলার ও নামে বেনামে আসামি হয়ে বিদেশে অবস্থান করছেন।তাদের মধ্য থেকে মালদ্বীপ প্রবাসী একজন জানান শত যোগ্যতা থাকা সত্ত্বেও চান্দিনার বিশেষ একটি পরিবার চান্দিনার আওয়ামী লীগের রাজনীতিকে পারিবারিক সংকীর্ণগণ্ডিতে নিয়ে একক ক্ষমতা বলয় তৈরি করে রেখেছেন আজীবন।তবে বর্তমানে চান্দিনা তৃণমূল আওয়ামী লীগের মনে করে এই অবস্থা থেকে চান্দিনার আওয়ামী লীগের রাজনীতি কে মূলধারায় আনার জন্য প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্ত ফনিক্স পাখির ন্যায় আর্বিভাব হয়েছে।সময় বলে দিবে কি হতে যাচ্ছে চান্দিনা উপজেলা আওয়ামী রাজনীতির ভবিষ্যৎ।
চান্দিনার তৃণমূল আওয়ামী লীগ মনে করে চান্দিনায় পরিবারতান্ত্রীক বর্তমান রাজনীতি আইসিওতে রয়েছে প্রফেসর ডক্টর প্রাণ গোপাল দত্তের তত্ত্বাবোধানে।
চান্দিনা তৃণমূল আওয়ামী লীগের রাজনীতি, পরিবারতন্ত্রীক রাজনীতি থেকে এবার বের হবেই হবে।
নিউজ গার্ডিয়ান/ এমএ/