ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেছেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আগামী কমিটির সভাপতি অথবা সম্পাদক যে কোন একটি পদে নারীদেরকে রাখা হবে।’
সোমবার শাখা ছাত্রলীগের আয়োজনে ছাত্র সমাবেশ ও নির্বাচনী কর্মীসভায় এই কথা জানান ছাত্রলীগ সভাপতি।
এই সময় ছাত্রলীগ সভাপতি নারীদের উপস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, ‘আজকে আমি জাহাঙ্গীরনগরের যে বিষয়টা নিয়ে শকড হয়েছি তাহলো- জাহাঙ্গীরনগরে ৮টি ছেলে হল ৮টি মেয়ে হল। কিন্তু আজকের সমাবেশে মেয়েদের সংখ্যা এত কম কেন?
আমি ভাবছি একটা সারি থাকবে ছেলেদের একটা সারি থাকবে মেয়েদের। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনীতির কালচার সেখানে অনেক মেয়ে রাজনীতি করে। সে হিসেবে জাহাঙ্গীরনগরে মেয়েদের আরো বেশি রাজনীতি করার কথা। আমি চাইবো মেয়েরা যাতে আরো বেশি রাজনীতি করার আগ্রহ প্রকাশ করে এই পরিবেশটা তোমরা তৈরী করবে।
আর আমি এরে আগেও এসে বলে গেছি, যদিও কতটুকু বাস্তবায়ন করতে পারবো জানিনা, তবে জাহাঙ্গীরনগরে এর পরে যে কমিটিটা হবে তাতে একটা মেয়ে সভাপতি অথবা সম্পাদক পদে থাকবে।
কিন্তু এটা শুধু মুখে বললেই হবেনা। তারজন্য মেয়েদেরকে এগিয়ে আসতে হবে। তারা যদি এগিয়ে না আসে তাহলেতো বানাতে পারবোনা। তাই মেয়েদের আরো বেশি এগিয়ে আসতে হবে। ’
নিউজ গার্ডিয়ান/এমএ/