যে সকল আপুরা জিমে গিয়ে শরীরচর্চা করছেন, পার্লারে গিয়ে রূপচর্চা করছেন, ক্যারিয়ারের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে যাচ্ছেন, কিন্তু সেই ১২ বা ১৪ ঘণ্টার মধ্যে পাঁচ বেলা আপনার রবের সামনে অ্যাটেনডেন্স দেওয়ার সময় হয় না, তারা কি সত্যিই ভাবেন না মৃত্যুর পর কি হবে। জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ আমাদের মৃত্যু, একটা করে দিন যাচ্ছে ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আপনি এখন বিশ্ব সুন্দরী ক্যারিয়ার সম্পূর্ণ একজন সাকসেসফুল নারী। এই মুহূর্তে আপনার সারপ্রাইজ মৃত্যু এসে আপনাকে লাশ বানিয়ে দিবে, পরক্ষণেই আপনার প্রিয় মানুষগুলো আপনার সাথে এক ঘন্টা একটা রুমে একা থাকতে পারবে না, মানুষ মরলে নাকি বাঘ হয়ে যায় রূপক অর্থে, কারণ সে প্রিয় লাশের সাথে আর কেউ থাকতে চায় না, লাশটাকে চাইলেও আপনি ঘন্টার পর ঘন্টা ধরে রাখতে পারবেন না কৃত্রিমতা ছাড়া পচা গন্ধ লাশ ফুলে যাওয়া নানান ধরনের লক্ষণের কারণে যত তাড়াতাড়ি সম্ভব কবর দিয়ে দিতে হয়, আর যদি ইসলাম মানেন তাহলে তো ইসলামের বিধান অনুযায়ী যত তাড়াতাড়ি সম্ভব দাফনের কাজ করতে হয়। আমার কথা হচ্ছে এই যে রূপচর্চা শরীরচর্চা করছি রবের সামনে না দাঁড়িয়ে রব কে ভয় না পেয়ে রবের ভালোবাসা না চেয়ে, রবকে ভালো না বেসে, কি হবে ব্যর্থ এই জীবন দিয়ে আপনার শরীর কোন পোকামাকড়ের খাবার হবে তা কি জানেন শাস্তির কথা তো বাদই দিলাম যে মানুষ একটা পিঁপড়া দেখলে দৌড় দেয় সে মানুষ কেন মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করে না, যে মানুষ গরমের তাপ সহ্য করতে পারে না সে মানুষ কেন জাহান্নামের আগুনের কথা স্মরণ করে না, হাড়ভাঙ্গা শীতে যে কাঁপুনি দিয়ে উঠে সে কেন জাহান্নামের ঠান্ডার কথা ভাবেনা। এখনো সময় আছে জীবনের ৫০ মিনিট বরাদ্দ করা শুরু করেন রবের জন্য। আগে ফরজকে আঁকড়ে ধরুন শয়তানের ওয়াসওয়াসা ভালো কাজ করতে ইচ্ছে করবে না প্রথম সাতদিন চেষ্টা করুন ফরজ নামাজটা যারা মিস না হয় এভাবে করে এক মাস দুই মাস তিন মাস, তারপর দেখবেন সুন্নত পড়তে ইচ্ছা করবে, এরপর দেখবেন শরীরচর্চা রূপচর্চা ক্যারিয়ার সবই করতে পারবেন এগুলো সবই হয়ে যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, শরীর চর্চা করবেন যেন সুন্দরভাবে সেজদা দিতে পারেন, রূপচর্চা করবেন যেন আল্লাহর আমানত রক্ষা করতে পারেন, এবং ক্যারিয়ার করবেন যদি প্রয়োজন হয় পরিবারের জন্য। এবং সবকিছু থেকেই পাবেন সোয়াব। সেই সাথে মৃত্যুর পরের জীবনও হয়ে উঠবে আলোকিত। বোকার রাজ্য থেকে বের হয়ে আসুন প্লিজ বোনেরা এখনো সময় আছে যিনি আপনাকে খুব সুন্দর করে তৈরি করেছেন এত সুন্দর বিবেক বুদ্ধি দিয়েছেন এ বিবেক বুদ্ধিকে গভীরভাবে কাজে লাগিয়ে জীবনের আসল উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করুন। মরে গেলে আমলনামার দরজা বন্ধ হয়ে যাবে, থেকে যাবে শুধু আপনার কর্মফল। আপনার জবাব আপনাকেই দিতে হবে অনুরোধ করবো এখনো শুধুমাত্র নামে মুসলিম থাকবেন না আল্লাহকে ভয় করুন ভালবাসুন আত্মসমর্পণ করুন। সবার আগে নামাজকে প্রায়োরিটি দেন। তারপর সবকিছু অটোমেটিকলি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক আমিন।