দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন কবি শ্রীজাত। টিকার দুটি ডোজ নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন শ্রীজাত।
লিখেছেন,’দ্বিতীয়বার কোভিড-আক্রান্ত হলাম। এবার টিকার দুটি ডোজ নেওয়ার পরও আক্রান্ত হয়েছি। সামান্য উপসর্গ রয়েছে। হোম আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা অবশ্যই কোভিড পরীক্ষা করিয়ে নিন। সকলে সাবধানে থাকুন।’
উল্লেখ্য, টিকা নেওয়ার পরও তৃতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার দুটি টিকা নিয়েও দ্বিতীয়বার আক্রান্ত হলেন শ্রীজাত।