স্টাফ রিপোর্টারঃ
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াৎ আইভি’র বিজয় নিশ্চিত করতে গণসংযোগ ও মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটির ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মিছিল করেন তারা।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশক্রমে এ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।
গণসংযোগ ও মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা নৌকা প্রতীকে ভোট দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে ডাঃ সেলিনা হায়াৎ আইভিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির পরিবেশ সম্পাদক মো. হারিস মিয়া শেখ সাগর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক হরেকৃষ্ণ বৈদ্য, সহ সম্পাদক আবির মাহমুদ ইমরান ও সদস্য সাজু সাহা প্রমুখ।
নিউজগার্ডিয়ান/আরএসএল