মুম্বাই: সুপার ওম্যানভিত্তিক এক ছবি নির্মাণ করতে চলেছেন নির্মাতা আলী আব্বাস জাফর। নারী কেন্দ্রিক এই ছবিটিতে মূল ভুমিকায় অভিনয় করবেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। তবে বিপত্তি বেঁধেছে নায়ক পাওয়া নিয়ে। নারী কেন্দ্রিক এই ছবিতে বলিউডের কোন বড় তারকা ক্যাটরিনার সঙ্গে জুটি বাঁধতে চাইছেন না। যার জন্য পরিচালক একটু সমস্যায় পড়েছেন।
জানা গেছে, আগামী বছর আবুধাবীতে এই ছবির শুটিং শুরু হতে যাচ্ছে। এর জন্য এরইমধ্যে সদলবল দুবাই পৌঁছে গেছেন ‘ভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’ খ্যাত এই পরিচালক। দুবাইয়ে এই ছবির প্রি–প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন তিনি। এই মুহূর্তে তাঁরা শুটিংয়ের লোকেশন খোঁজার কাজে ব্যস্ত।
প্রথমে এই ছবির শুটিং ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন আলী। শুটিংয়ের জন্য এই পরিচালক আবুধাবিকে বেছে নিয়েছেন। কেননা এই ছবির সঙ্গে দেশের বাইরের অনেক কলাকুশলী যুক্ত আছেন। এই মুহূর্তে করোনার আবহে বিদেশি কাউকে দেশে আনা সম্ভব নয়। তাই আলী আবুধাবিতে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আলীর সঙ্গে ২০ জনের দল এই ছবির শুটিংসংক্রান্ত কাজে ব্যস্ত। আগামী বছরের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ছবিসংক্রান্ত বিশেষ কোনো তথ্য এখনো ফাঁস করেননি আলী।
কেবল এটুকু জানা গেছে যে ক্যাটরিনা এই ছবির মূল চরিত্রে অভিনয় করছেন। কিন্তু ক্যাটরিনার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানান জল্পনা–কল্পনা।
নিউজ গার্ডিয়ান/ এমএ/