ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরিমনির মা হওয়ার খবরে অভিনন্দনে ভাসছেন। এ তালিকায় রয়েছে অনেক সেলিব্রেটিও। এদিকে পরীমনির মা হওয়ার সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেছেন নাটকের অভিনেত্রী ফারিয়া শাহরিন। যিনি লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ২০০৭ সালে শোবিজে পা রাখেন। তারপর পড়াশোনার জন্য ছিলেন দেশের বাইরে। ফিরেছেন ২০১৯ সালে। স্বল্প বিরতি নিয়ে ব্যস্ত হয়েছেন অভিনয়ে। আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে দর্শকদের কাছে ‘অন্তরা’ নামে পরিচিতি পেয়েছেন এই ফারিয়া।
পরীমনির মা হওয়ার বিষয় সাধুবাদ জানিয়ে ফারিয়া শাহরীন ফেসবুকে লেখেন, আমি খালা হচ্ছি, আর সব সাংবাদিকরা মামা হচ্ছেন ব্যাপারটা খুবই আনন্দের। পরীমনি ও রাজের জন্য অনেক অনেক শুভ কামনা। এত সাহসী পদক্ষেপের জন্য কলিজা লাগে ভাই। ফারিয়া আরও লেখেন, এত বড় নায়িকা হয়েও ক্যারিয়ারের এ পর্যায়ে মা হওয়ার সিদ্ধান্ত নিতে সবাই পারে না। পরীমনি দেখেই পারল। ভালো থাকুক এ লাভ বার্ড। ভালোভাসে দুনিয়ায় আসুক তাদের অনাগত সন্তান। অনেক অনেক শুভ কামনা রইল।
মা হওয়ার খবর সোমবার সাংবাদিকদের নিজেই জানিয়েছেলেন পরী। তার অনাগত সন্তানের বাবা শরিফুল রাজ। সোমবার গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করেন রাজ। সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়ে নিজেকে অভিনন্দিত করেছেন রাজ। এরপরই অভিনন্দন জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরিও। তিনি তার স্ট্যাটাসে লেখেন, রাণী বা রাজ্য যেই আসুক তোমাদের জীবনে, আলো দেখুক তোমাদের ভালোবাসায়।