বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ১৮তম ইন্টার্নশিপ ব্যাচের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার, ৮ মার্চ সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তত্ত্বীয় জ্ঞানকে ব্যবহারিক মাঠ পর্যায়ে কাজে লাগানোর বিকল্প নেই। এজন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম একজন শিক্ষার্থীর অভিজ্ঞতা অর্জনের বড় একটি সুযোগ। এখান থেকে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশন বাংলাদেশ শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার, ইন্টার্নিশিপ প্রোগ্রামের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রুহুল আমিন, নারিশ পোল্ট্রি ও হ্যাচারি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. তৌহিদুল ইসলাম, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হাসান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেইরি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবিদ হাসান সরকার।
ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান বলেন, প্রায় ৭০ লক্ষ মানুষ প্রাণিসম্পদ সেক্টরের সাথে সম্পৃক্ত। ২০৪১ সাল নাগাদ এটি দ্বিগুণ হবে। বাকৃবি গ্র্যাজুয়েট হিসেবে বড় একটি সুযোগ, এটি কাজে লাগিয়ে দেশ ও জাতির সেবায় অবদান রাখতে হবে।
উল্লেখ্য, এবছর ১৪৬ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করছে। ৬ মাসব্যাপী ইন্টার্নশিপে তারা দেশের বিভিন্ন খামার ও প্রতিষ্ঠানে কাজ করবে।