মো আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্র শিক্ষক-কেন্দ্রের (টিএসসি) ক্যান্টিন এবং লেক ভিউ উদ্বোধন করা হয়েছে।
সোমবার, ৩১ জানুয়ারি দুপুর ১ টায় টিএসসির ক্যান্টিন এবং লেক ভিউয়ের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
নান্দনিক রূপে সংস্কার করা হয়েছে টিএসসি। ৩২ লক্ষ টাকা ব্যয়ে টিএসসির ক্যান্টিন ও লেকভিউ আধুনিকায়ন করা হয়েছে। এখানে রয়েছে মুক্তমঞ্চ, বারবিকিউ জোন, কফি শপ, বসার জায়গা। সংযোজন করা হয়েছে নতুন চেয়ার, টেবিল ও টেলিভিশন। উদ্বোধনের মাধ্যমে ক্যান্টিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মো. আজহারুল ইসলামের সঞ্চালনায় এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা এবং টিএসসি আধুনিকরণের পরিকল্পনাকারী এবং সম্পাদনকারী অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. গোলাম ফারুকসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য ড. লুৎফুল হাসান বলেন, ছাত্র-ছাত্রীদের মিলনমেলা টিএসসিটির আধুনিকায়ন করা জরুরি ছিল। শুধু শিক্ষা এবং গবেষণা নয়, শিক্ষার্থীরা যেন সকল প্রকার সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে পারে সেজন্য এটি করা। তারা যেন স্বচ্ছ পরিবেশে সত্যিকার অর্থে জ্ঞানী হয়ে উঠতে পারে, সেজন্য সকলকে সহযোগিতা করতে হবে।
ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক জাকির হোসেন বলেন, টিএসসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর মিলনমেলা। তাই এই স্থানটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। এখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মুক্তচিন্তা চর্চা এবং সাংস্কৃতিক দক্ষতা বৃদ্ধিও সুযোগ পাবে। টিএসসি অধিভুক্ত সংগঠনগুলোও তাদের কার্যক্রমকে আরো সুন্দরভাবে এখানে তুলে ধরতে পারবে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে না থেকে সবাই একত্র হতে পারবে এইখানে।