জ্যাম থেকে বাঁচতে লাখ লাখ টাকা খরচ করে বাইক কিনছেন। এরপরও নিস্তার নেই। ঘণ্টার পর ঘণ্টা বাইকেই বসে থাকতে হয়। এ কষ্টের দিন শেষ। এবার আপনার অপেক্ষায় গোটা আকাশ। সাধারণের আকাশ ছোঁয়ার স্বপ্নই সত্যি হতে চলেছে এবার। বাইক এবার উড়বে। তবে ফ্লাইং বাইকের জন্য বাড়াতে হবে পকেটের জোর।
উড়ুক্কু বাইক- এক্সতুরিসমো লিমিটেড এডিশন (XTURISMO Limited Edition) তৈরি করে ফেলেছে জাপানি স্টার্ট-আপ সংস্থা এয়ারউইনস টেকনলোজিস (AERWINS)। ঠিক যেন স্টার ওয়ার্স (Star Wars) ছবির ‘স্পিডার বাইক'(Speeder bike)।
৩০০ কেজি ওজনের এই বাইক প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগ স্পর্শ করতে পারে। এই গতিতেই উড়তে পারে টানা ৪০ মিনিট। ডেট্রোয়েট অটো শো-তে (Detroit Auto Show) পরীক্ষামূলকভাবে এই ‘ফ্লাইং বাইক’-এর উড়ান দেখে থ হয়ে গিয়েছে টেক দুনিয়া। ফ্লাইং কার আগেই ছিল, এবার বিশ্বের প্রথম উড়ন্ত বাইকও চলে এল বাজারে।
আগামী বছরই এই বাইক বিক্রির ভাবনায় রয়েছে নির্মাণকারী সংস্থা। এরইমধ্যে তারা অফিসিয়াল ওয়েবসাইটে বাইকের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছে। করা যাচ্ছে বুকিং। নীল, লাল ও কালো এই তিনটি রঙেই পাওয়া যাচ্ছে এক্সতুরিসমো। এখন প্রশ্ন এই বাইকের জন্য আপনাকে কত টাকা গুণতে হবে। বিশেষ এই বাইকের দাম ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ কোটি টাকা।
সূত্র: রয়টার্স