জাফর আহমেদ শিমুল:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ)সেন্টার ফর এক্সিলেন্স এ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টের’(সিইসিডি)’পরিচালক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আনিসুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও রাঙিয়ে তুলতে নিয়মিত মুভি ফেষ্ট আয়োজন করা প্রয়োজন। এ ভাবনা থেকেই আমরা প্রতিবছর ক্যাম্পাসে মুভি ফেষ্ট আয়োজন করি।
সম্প্রতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ডিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের এম.আই পাটোয়ারী অডিটোরিয়ামে এক উৎসব মুখর পরিবেশে আয়োজিত মুভি ফেষ্টে তিনি অনুপ্রেরণা ও প্রেষণামূলক বক্তব্য দেন।
মুভি ফেষ্টের আয়োজক ও সঞ্চালক আনিসুর রহমান বলেন, ‘সাহিত্যের শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা,সংস্কৃতি ও চলচ্চিত্রের সাথে পরিচিত হতে মুভি ফেষ্টের বিকল্প নেই।
আনিসুর রহমান বলেন, ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্র-ছাত্রীদের ইতিবাচক মননশীল উৎকর্ষতা সাধনের লক্ষ্যে প্রতিনিয়তই নানামুখী সহশিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে৷ তারই ধারাবাহিকতায়, সেন্টার ফর এক্সিলেন্স এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট (সিইসিডি) নিয়মিত ভাবেই উৎসবমূখর মুভি ফেস্ট ও ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। বিশেষ ভাবে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলার প্রয়াসে নিয়মিত বিষয়ভিত্তিক ওয়ার্কশপ, সেমিনার ও সিম্পোজিয়ামের পাশাপাশি ইংরেজি ভাষায় নির্মিত বিভিন্ন মুভি প্রদর্শন করা হয়, যা ছাত্র-ছাত্রীকে সৃজনশীল ও সহজবোধ্য প্রক্রিয়ায় ইংরেজি ভাষায় অভ্যস্ত হতে উৎসাহিত করে থাকে।’
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক মিলি রহমান, ইংরেজি বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ফজলুল হক পলাশ এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা৷