ঢাকাঃ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রসমাজ। রবিবার ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম খঁান (জুয়েল) ও সাধারন সম্পাদক মোঃ অাল মামুন সাক্ষরিত সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ অাহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
নবগঠিত ছাত্রসমাজের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির অাহ্বায়ক নাজমুন নাহার ইতি ও সদস্য সচিব মোঃ শিবলী অাহমেদ সবুজ মনোনীত হয়েছেন।
এছারা সিনিয়র যুগ্ম অাহ্বায়ক মোঃ মাহবুল্লাহ অাল মোমেন, যুগ্ম অাহ্বায়ক মোঃ মাছুম বিল্লাহ, অায়ুব অালী, হৃদয় হাসান, অাবদুল্লাহ অাল কাফি, মোঃ মাসুদ রানা, অাল অামিন সুমন, অাজিজুল হক হৃদয়, সৌমিক হাসান, সাদিকুর রহমান, ফয়সাল অাহম্মেদ, সাজ্জাদ মাহমুদ, মহিউদ্দিন শ্রাবণ, তানভীর অপু মনোনীত হয়েছেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সদস্য সচিব মোঃ শিবলী অাহমেদ সবুজ বলেন, অামরা জাতীয় ছাত্র সমাজ-সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিবর্তনের রাজনীতি বিশ্বাস করি এবং অামরা পরিবর্তন নিয়ে অাসব।
অাহ্বায়ক ও সদস্য সচিব ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউজ গার্ডিয়ান/মাছুম/