বিএনপি’র কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার জন্য লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মোঃ নয়ন মিয়া নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মশাল ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ডেইরী গেট এসে শেষ হয়।
এ সময় শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহবায়ক হুমায়ূন হাবিব হিরন বলেন, ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ছাত্রদলের মেধাবী ছাত্র নেতাদের হত্যা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল পুলিশের এহেন সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানাই।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান রনি, সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, সাবেক সহ-সভাপতি রাব্বি হাসান, শহীদ সালাম বরকত হলে যুগ্ন আহবায়ক মোঃ আফফান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, শেখ শাহনেওয়াজ শাহীন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইস্রাফিল চৌধুরী সোহেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুন্ম আহবায়ক হুমায়ুন হাবিব হিরন, মনিরুজ্জামান সাগর, মশিউর রহমান রোজেন, সাইদুল ইসলাম, শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহবায়ক রাশিদুল ইসলাম রোমান, আল বেরুনী হলের যুগ্ম আহবায়ক জর্জিস মোঃ ইব্রাহিম, সাইফ হাসান, আল বেরুনী হলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মেহেদী হাসান প্রিন্স, মাজহারুল আমিন তমাল, সাইফুল ইসলাম, আমির হোসেন, রায়হান হোসাইন মিল্টন, কে এম রিয়াদ, মমিনুর রহমান, আব্দুল্লাহ বাকি অন্তর, সাইদুল ইসলাম রাহুল সহ প্রমুখ।
নিউজ গার্ডিয়ান/ এমএ/