সাভার উপজেলা আওয়ামীলীগ পাথালিয়া ইউনিয়ন এর উদ্যোগে ইসলামনগর বটতলা বাজারে সারাদিনব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির পিতা ৪৫তম মৃত্যুবার্ষিকী।
দিনের শুরুতে কালো ব্যাচ ধারণ ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়ে থাকে। দুপুরে জাতির পিতার রুহের মাগফেরাতে দোয়া ও আলোচনা সভা, পরবর্তীতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়ে থাকে।
এসময় উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা,সাবেক ইউপি সদস্য মোঃ মোসলেম উদ্দিন,৬নং ওর্য়াড যুবলীগ সভাপতি আব্দুল মান্নান,৬নং ওর্য়াড আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন,উপজেলা যুবলীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃআলামিন,ইসলামনগর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ ইউসুফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে সাভার আশুলিয়ার কৃতি সন্তান জাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লা তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে বয়োজ্যেষ্ঠ ও অভিভাবকদের প্রতি আহবান জানান।’
নিউজ গার্ডিয়ান/ এমএ/ ১৬ আগস্ট