হালের আলোচিত চলচ্চিত্র তারকা আশনা হাবিব ভাবনা যুক্তরাজ্যের গ্লিন্ডউর ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। তিনি ব্যাচেলর অব আর্টস উইথ অনার্স ইন বিজনেসে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন।
বুধবার (১৭ নভেম্বর) ভাবনা তার ভেরিফায়েড ফেসবুক পেজে গ্রাজুয়েশনের খবর জানান। সেখানে তিনি তার গ্রাজুয়েশনের সার্টিফিকেটের ছবিও দিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর তাঁর গ্রাজুয়েশনের সার্টিফিকেট দেয় ওয়েলসের এই বিশ্ববিদ্যালয়
ফেসবুক পোস্টে ভাবনা লিখেছেন, ‘আমার সমস্ত শিক্ষকদের নিঃশর্ত সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কাজের কারণে এই জার্নিটা মোটেও মসৃণ ছিল না। কিন্তু আমার পরিবার সবসময় পড়াশোনার বিষয়ে চাপ দিতো। তাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আমার ছোট বোন এবং অনিমেষ (অনিমেষ আইচ) সবসময় আমাকে অনুপ্রাণিত করেছে।’
২০১০ সালে বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ (বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ) থেকে এসএসসি পাস করেন ভাবনা। ২০১২ সালে এইচএসসি পাস করেন তিনি। এরপর দুই বছরের গ্যাপ দিয়ে ২০১৪ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারাল আর্টসের ইংরেজি বিভাগে ভর্তি হন ভাবনা। এ বিশ্ববিদ্যালয় থেকে দুটি সেমিস্টার শেষ করার পর ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় নাম লেখান তিনি। পরে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি এই অভিনেত্রী।
২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ভাবনা। সেখানে স্থায়ীভাবে থেকে প্রায় দুই বছর ক্লাস করেন তিনি। এজন্য বাকি দুই বছর দেশ থেকে অনলাইনে ক্লাস করেছেন।
কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ভয়ংকর সুন্দর’ ছবি দিয়ে প্রশংসা পেয়েছেন তিনি। এছাড়া বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করে আলোচিত হয়েছেন এই অভিনেত্রী।
#নিউজ গার্ডিয়ান/এমআই/