১. যদি শ্রীলঙ্কায় তামিল সিংহলী গৃহযুদ্ধ শুরু হয় এবং এটাকে কেন্দ্র করে শ্রীলঙ্কা টিমে ২ জাতির মধ্যে কোপাকুপি হয়। ফলে তাদের বহিষ্কার।
২. যদি সাউথ আফ্রিকা কৃষ্ণাঙ্গ ও শেতাঙ্গ গৃহযুদ্ধ শুরু হয় এবং এটাকে কেন্দ্র করে ড্রেসিংরুমে ২ বর্ণের মধ্যে কোপাকুপি শুরু হয় এবং ১০ জন নিহত হয়।
৩.যদি ভারত পাকিস্তান পারমানবিক যুদ্ধ শুরু হয় এবং তারা উভয় দল বিশ্বকাপ বয়কট করে।
৪. হঠাৎ করোনার উপদ্রব বেড়ে যাওয়া আর সেই নিউজ জাস্ট অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কানে পৌঁছানো।
৫. যদি আফগানিস্তানে তালেবান সরকার ক্রিকেট কে হারাম ঘোষণা করে এবং দলকে নিজ দেশে ফিরিয়ে নেয়।
৬. নিউজিল্যান্ডের ড্রেসিংরুমে যে পানির লাইন আছে সেটাতে ডায়রিয়ার জীবাণু ছিটিয়ে দেয়া যেতে পারে।
উপরের সকল যদি, যদি আজ রাতে মিলে যায় তাহলে আমি নিশ্চিত আইসিসি এবছরের বিশ্বকাপ বাংলাদেশকেই দিবেl।
নিউজ গার্ডিয়ান/ মাছুম/