জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ইসলামিক শিক্ষা বিভাগের সাধারণ সম্পাদক হয়েছে রংপুরের সাজবুল ইসলাম। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম ফরাজী ও সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, সাজবুলের গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লোহানী পাড়া ইউনিয়নে। স্থানীয় পর্যায় থেকে রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে উপজেলা পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিকে রংপুর সরকারি কলেজে পড়ার সময়ে সক্রিয় ছিলেন। বর্তমানে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগে সাধারণ সম্পাদক নেতৃত্বে সংগঠনে সক্রিয় কর্মী সাজবুল ইসলাম।
সাজবুল ইসলাম ইসলামিক শিক্ষা বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ রংপুর জেলার শিক্ষক ও শিক্ষার্থীরা।
সাজবুল ইসলাম বলেন, অর্পিত দায়িত্ব ও প্রত্যাশা সঠিক ভাবে পালন করে ছাত্র রাজনীতির এই পরিচয়ের মান রাখতে চাই। কৃতজ্ঞতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীবান্ধব অভিভাবক সাধারণ সম্পাদক আকতার হোসাইন ও সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি মফিজুল্লা রনি, সহ-সভাপতি সোনিয়া শান্তা, আবু সালেহ মোঃ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদ হাসান এবং মীর আজমীর ইয়াসমিন।
#নিউজ_গার্ডিয়ান/এমআই/