প্রিন্স ফিলিপের শেষকৃত্যের কয়েকঘণ্টা আগে দুটি উৎসব আয়োজনের ঘটনায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
গেল এপ্রিলে শেষকৃত্য হয় প্রিন্স ফিলিপের। সেসময় রাণী এলিজাবেথের একা ফিউনারেল হলে বসে থাকার ছবিটি বছরের অন্যতম শোকের প্রতীক হয়ে উঠে। এর আগের সন্ধ্যায় বরিস জনসনের যোগাযোগবিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে ওই আয়োজন করা হয়, যদিও ফিলিপের মৃত্যুতে জাতীয় শোক চলছিলো।
এ খবর প্রথম প্রকাশ করে দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়, ওই উৎসব আয়োজনে পানাহারের ব্যবস্থা ছিলো, ছিলো নাচের আয়োজন। তবে প্রধানমন্ত্রী এসব অনুষ্ঠানে যোগ দেননি। প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, যখন শোক পালন করা হচ্ছিলো, তখন এমন আয়োজন গভীর অনুতাপের।
এদিকে, দেশটির প্রধান বিরোধী দলগুলো এরইমধ্যে বরিসের পদত্যাগ দাবি করেছে। নিজ দলের অনেক রাজনীতিবিদও সমর্থন তুলে নিচ্ছেন তার উপর থেকে। পার্লামেন্টে আস্থা ভোট আয়োজনেরও দাবি তুলেছেন তারা।