নিজেকে এভাবে ব্যতিক্রমী ও সাহসী ভঙ্গিতে উপস্থাপন করে অনলাইনে হৈ-চৈ ফেলে দিয়েছেন তিনি।
পোশাকের মাধ্যমে লিঙ্গ পৃথকীকরণের দিন অনেক আগেই ফুরিয়েছে। একসময় শুধুই পুরুষরাই পরতে পারতেন, এমন পোশাক আজকাল নারীরাও পরে থাকেন। এর কারণ প্রয়োজনীয়তা এবং ফ্যাশন সচেতনতা।
পুরুষরাও বা পিছিয়ে থাকবে কেন? নারীদের মতো পুরুষদেরও এখন সমানতালে বিপরীত লিঙ্গের পোশাকে দেখা যায়। হ্যারি স্টাইলস, বলিউড তারকা রণবীর সিং কিংবা কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্যরা তার উৎকৃষ্ট প্রমাণ।
তবে তারা সবাই তো বিনোদন জগতের তারকা। তাদের গণ্ডির বাইরেও আজকাল অনেকেই ব্যতিক্রমী পোশাকে নিজেকে সাজাচ্ছেন। শুধু তাই নয়, নিজেদের ফ্যাশন সেন্স দিয়ে অনলাইনে রীতিমতো হৈ-চৈ ফেলে দিচ্ছেন তারা।
ভারতের কলকাতার পুষ্পক সেন এমনই এক ব্যক্তি। ইতালির ফ্লোরেন্সে পড়াশোনা করছেন ফ্যাশন মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্সে। এ বছরের শুরুতে ইতালির মিলানের রাস্তায় বিন্দি ও শাড়িতে নিজেকে উপস্থাপন করে চারদিকে সাড়া ফেলে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানা যায়, কালো শাড়ির ওপর কোট চাপিয়ে তোলা নিজের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন পুষ্পক সেন। ফেসবুকে প্রকাশিত সেই ছবিতে তার পরনে লাল বিন্দিও দেখা যায়। সেই সঙ্গে চোখে ছিল একটি সানগ্লাস।
নিজেকে এভাবে ব্যতিক্রমী ও সাহসী ভঙ্গিতে উপস্থাপন করে গোটা ইন্টানেট জগতে শোরগোল ফেলে দিয়েছিলেন তিনি। ফেসবুকে নিজের প্রকাশ করা সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “তারা বলে একজন পুরুষ হিসেবে নিজেকে শাড়িতে উপস্থাপন করে নাকি আমি কোথাও যেতে পারবো না। দেখো এই সাজে বিশ্বের অন্যতম ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে?”
আশ্চর্যজনক হলেও সত্যি যে ফেসবুকে পুষ্পকের সেই ছবিকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি দেখা গিয়েছে। কেউ কেউ তাকে এই সাজে কতটা আকর্ষণীয় লাগছে সেটি বলার পাশাপাশি সাহসিকতার সঙ্গে এই ব্যতিক্রমী ফ্যাশন সেন্স বহন করায় অনেকে তার প্রশংসাও করে।
নিউজ গার্ডিয়ান/ মাছুম/