পরপর তিনবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। রোববার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৫৩৬ তম জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, দেশের সার্বিক উন্নয়নে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রধানমন্ত্রীর যে অবদান, তার স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্তের চিঠি প্রধানমন্ত্রীর কাছে পাঠাবো। তিনি সম্মতি দিলে ডিগ্রিটা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
১৯৫৪ সালে সাত বছর বয়সে পরিবারের সঙ্গে ঢাকায় আসেন শেখ হাসিনা। ১৯৫৬ সালে টিকাটুলির নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন তিনি।
এরপর ১৯৬৫ সালে আজিমপুর বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন শেখ হাসিনা। ১৯৬৭ সালে ঢাকার বকশী বাজারের ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা সরকারি মহিলা মহাবিদ্যালয়) থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। একই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন সদস্য এবং ছাত্রলীগের রোকেয়া হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি অর্জন করেন।
নিউজ গার্ডিয়ান/এমআই/