সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢালিউড কিং শাকিব খান ও শবনম বুবলি তাদের সন্তানের ছবি প্রকাশ করেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে বুবলি লিখেন, ‘শেহজাদ খান বীর আমার এবং শাকিবের সন্তান। ’
এর আগে, ২০১৭ সালের ১০ এপ্রিল অনেকটা আকস্মিকভাবেই সন্তানকে সঙ্গে নিয়ে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপস্থিত হয়ে সরাসরি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাসও বলেছিলেন, ‘এ সন্তান আমার ও শাকিব খানের। ’
শাকিব-বুবলির ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে।
২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন বুবলি। তবে তারা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি।
শবনম বুবলি ‘উধাও’ ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে। সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছে; সবচেয়ে বড় গুঞ্জন ছিল মা হয়েছেন অভিনেত্রী।
এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলি। জানান, এত দিন আমেরিকায় ছিলেন তিনি, ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।