জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক ও সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে পুলিশ কর্তৃক হয়রানি ও পরিবারের সদস্যদের ভয় দেখানোর অভিযোগের বিষয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন গণঅধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর।
গত ২২ শে ডিসেম্বর ফেইসবুক পোস্টে জিল্লুর রহমান বলেন, পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুর তার পৈতৃক বাড়িতে গেছে। জিল্লুর রহমান মনে করছেন, তাকে, তার পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য এটা করা হয়েছে। উপস্থাপক হিসেবে তার ভূমিকা এবং কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরির উদ্দেশ্যে পুলিশ এটা করছে। তিনি ফেইসবুক পোস্টে বলেন এটা শুধু নিন্দনীয় নয়, এটা দেখতে অত্যন্ত বিরক্তিকর যে আমার কন্ঠরোধ করতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যাতে এধরনের ঘটনা না ঘটে সে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন তিনি।
গণঅধিকার পরিষদ এর আহবায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর এক যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিক জিল্লুর রহমানের মত একজন চৌকস, সুপরিচিত সাংবাদিক ও সম্মানিত ব্যক্তিকে পুলিশি হয়রানি অনভিপ্রেত ও উদ্বেগজনক। দেশে সাংবাদিকদেরকে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের সাথে এমন আচরণ মূলত গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ এবং মুক্ত সাংবাদিকতার পথে বাধা সৃষ্টির নামান্তর। সুপরিকল্পিতভাবে এসব হয়রানি করা হচ্ছে।
নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের উপর হয়রানি বন্ধ করতে হবে, একই সাথে তদন্তের সাপেক্ষে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার ও পেশাগত কাজ নির্বিঘ্নে চালিয়ে নিতে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রতি আহবান জানাই।
নিউজ গার্ডিয়ান/ এমএ/