নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতি কল্যাণ সংস্থা। গত ২২ ডিসেম্বর চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সংস্থাটির উদ্বোধন করা হয়। এরপর রসুলপুর ও চৌবাড়ী গ্রামে তিনদিনব্যাপী শীতবস্ত্র বিতরণ, উঠান বৈঠক, সচেতনতামূলক কার্যক্রম ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে সংগঠনটির উদ্বোধন ঘোষণা করেন চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোজাম্মেল হক। এসময় সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি মোছা.আক্তারুন্নাহার রেহানা, সহ সভাপতি হুমায়ুন কবীর ও জনস্বাস্থ্য সম্পাদক কানিজ ফাতিমা কনাসহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় এবং বিদ্যালয়ের পাঠাগারে বই উপহার দেয়া হয়।
সংগঠনটির উদ্যোগে রসুলপুর ও চৌবাড়ী গ্রামে মোট ১০ টি ক্যাম্পিং পরিচালনা করা হয়। ৬ টি ক্যাম্পিংয়ের মাধ্যমে প্রায় শতাধিক মানুষের কাছে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন ফসলের বীজসহ ১৪ টি ফল, ফুল ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ ও রোপন করা হয়।
তিনদিনব্যাপী কর্মসূচীতে সার্বিকভাবে সহযোগিতা করেন কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন, মহিলা লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার স্বপ্না, মোঃ মতলেব টিটি, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মনজুর রহমান, শ্রী গৌতম চন্দ্র পাল এবং কামারখন্দ উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা জনাব আতিকা সুলতানা কেয়া।