গত শুক্রবার সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলায় বন্যা-পরবর্তী পুনর্বাসনের জন্য বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর পক্ষ থেকে ছয়টি শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় উপকমিটির প্রধান সমন্বয়ক আব্দুন নুর তালুকদার, কেন্দ্রীয় সদস্য রুহুল আমিন।
সুনামগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহবায়ক মোঃ রুমন খান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মুজাহিদ আলীর সঞ্চালনায় অনুদান প্রদান অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবি অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।