বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার সোহেল রানার পরিবারের পক্ষ থেকে তার সর্বশেষ অবস্থার খরব জানানো হয়।
ঢাকাই সিনেমার ড্যাশিং হিরো খ্যাত অভিনেতা সোহেল রানা করোনা আক্রান্ত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তার অবস্থা আগের চেয়ে অবনতি হয়েছে। এ বিষয়ে সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ গণমাধ্যমে বলেন, বাবার জন্য চিকিৎসকরা আমাদের একটি বিশেষ ইনজেকশন জোগাড় করতে বলেছেন। তবে বিশেষ ইনজেকশন হওয়ায় অনেক খোঁজাখুঁজি করার পর পাওয়া গেছে। বাবার এমন অবস্থায় কিছুই ভালো লাগছে না।
গেল ২৫ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহেল রানা। তবে ২৬ ডিসেম্বর এই অভিনেতার হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমে জানান তার স্ত্রী জিনাত বেগম। তিনি বলেন, শুরুতে শ্বাস-কষ্ট থাকায় তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেয়া হয়।
প্রসঙ্গত, স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন তিনি। সিনেমাটি পরিচালনা করেন বরেণ্য প্রয়াত নির্মাতা চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানার মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও জায়গা করে নেন ঢালিউডে।
অসংখ্য কালজয়ী সিনেমার অভিনতো তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা।