সাঈদ হাসান, কুবি
পরীক্ষা শুরু হওয়ার ৮ মিনিট পার হয়ে যাচ্ছে। এক ছাত্রীর পরীক্ষার কেন্দ্রে আসতে দেরি হয়ে গেছে। কেন্দ্র ভুল করে আবার চলে এসেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। কী হবে এখন সাগর যে দিতে হবে পাড়ি। ২২টি বিশ্ববিদ্যালয় হাত ছাড়া হয়ে যাবেনা তো! স্বপ্নকে যে ছুঁতে হবে তাইতো এ চিন্তায় সে দিশেহারা। ঠিক এসময় বিএনসিসির ক্যাডেট হাজির। আর তাদেরকে সহযোগিতা করছে বিএনসিসি প্লাটুন। এভাবেই পরীক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহযোগিতা করে আসছে স্বেচ্ছাসেবক সংগঠনগুলো।
দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ জুলাই দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা কে কেন্দ্র করে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক সংগঠনগুলো সার্বিকভাবে সহযোগিতা করতে দেখা যায়।
শিক্ষার্থীদের ক্যাম্পাসে শৃংখলার সাথে প্রবেশ করানো আবার বের হতে সাহায্য করা, তাদের পরীক্ষার হল রুম দেখিয়ে দেওয়া, খাবার পানির ব্যবস্থা করা, ইত্যাদি সেবামূলক কাজ করে আসছে সেচ্ছাসেবী সংগঠনগুলো। এদের মধ্যে উল্লেখযোগ্য বিএনসিসি প্লাটুন ও রোভার স্কাউট।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের সিইউও হাসানুর রহমান বলেন, আমরা সকাল ৯টা থেকে পরীক্ষার্থীদের সহায়তায় কাজ করে গেছি। যার ফলে ভর্তি পরীক্ষার্থীরা কোন ভোগান্তি ছাড়া সহজে সঠিক সময়ে হলে প্রবেশ করতে পারে ভর্তিচ্ছুরা।