এক নারী বাজারে গিয়ে দেখলেন হরিণের মাংস বিক্রি হচ্ছে। তিনি লোভ সামলাতে না পেরে ১ কেজি কিনে ফেললেন। বাড়ি এসে গুছিয়ে রান্না করে স্বামী ও ২ ছেলেকে নিয়ে একসাথে খেতে বসলেন।
খেতে খেতে বড় ছেলে বলল-
বড় ছেলে: বাহ, মাংসটা তো দারুণ লাগছে। এমন স্বাদ আগে পাইনি। এটা কিসের মাংস মা?
মা: আমি বলব না, তোরা ভেবে বল কিসের মাংস। দেখি তোরা বলতে পারিস কিনা? যে পারবে তাকে আরও ২ পিস দেব।
স্বামী: সত্যিই ভীষণ সুস্বাদু মাংসটা, কিন্তু আমিও বুঝতে পারছি না। কিছু একটা ক্লু পেলে চেষ্টা করতে পারি।
নারী: ঠিক আছে একটা সংকেত দিচ্ছি। শোন, আমি তোদের বাবাকে প্রায়ই যে নামে ডাকি, তার সাথে মিল আছে।
ছোট ছেলে: ভাইয়া রে, একদম খাস না! এটা কুত্তার মাংস!হরিণের মাংসকে ভাবলো কুকুরের মাংস
নিউজ গার্ডিয়ান/এমএ/