প্রথম আলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন লোক প্রশাসন বিভাগের হামিদা জান্নাত মনি, সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের গিয়াস উদ্দিন মুন্না এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইংরেজি বিভাগের আতিক শাহরিয়ার অন্তর। তাঁরা তিনজনই বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
গত ৯ জানুয়ারি, সোমবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে দায়িত্ব হস্তান্তর করেন সংগঠনটির সদ্যবিদায়ী সভাপতি হাসান মাহমুদ সম্রাট। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায়, সাধারন সম্পাদক জাফর সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটিতে সহসভাপতি হয়েছেন তামজিদ আল নূর পবন এবং জান্নাতুল ফিরদাউস। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মুবাশশিরা শারমিন জাহান ও তানজিম শাহরিয়ার মাহিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন সুমাইয়া জামান প্রীতি। কমিটিতে অর্থ সম্পাদক হয়েছেন তাবাসসুম রিচিকা, দপ্তর সম্পাদক পৃষতী খান, প্রচার সম্পাদক হয়েছেন আলভী নিতুল।
নবগঠিত কমিটিতে পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হয়েছেন ফাইরুজ জান্নাত, সাংস্কৃতিক সম্পাদক রাকিন শাহরিয়ার, জেন্ডার সমতা সম্পাদক মাঈশা খান, প্রশিক্ষণ সম্পাদক নাজমুস সাকিব, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ সাদমান সাকিব, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির জয়, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক নাফিসা তাবাসসুম লিপ্ত, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আশুরা আজাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শিহাব জলিল, ম্যাগাজিন সম্পাদক অনুপ সরকার দীপ এবং বইমেলা সম্পাদক হয়েছেন ইব্রাহীম নোমান।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন মাহমুদা এনাম অনন্যা, সৈয়দ আফ্রিদি এবং রবিউল সানি।
নিউজ_গার্ডিয়ান/এমআই/