পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংগঠনিক ভাবমূর্তি রক্ষায় মৌডুবী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাওসার গাজীকে অব্যাহতি দিয়েছে রাঙ্গাবালী উপজেলা যুবলীগ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজ হাওলাদারের সাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য দেওয়া হয়।
চিঠির তথ্যসূত্র জানা যায়, মৌডুবী ইউপি নির্বাচনে নৌকা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় এবং দলীয় নেতা-কর্মীদের নৌকার বিরুদ্ধে মাঠ কাজ করার জন্য প্রভাবিত করার দায়ে যুবলীগের গঠনতন্ত্র-২২(ক) অনুচ্ছেদ অনুযায়ী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরস ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশনা মোতাবেক তাকে (কাওসার গাজী) অব্যাহতি দেওয়া হয়।