চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে ইভেলির সিইও মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শমীমা নাসরীনের মুক্তির জন্য কোরআান খতম ও দোয়া মাহফিল করা হয়েছে।
ইভ্যালির ভোক্তা ও মার্চেন্টবৃন্দ ব্যানারে শুক্রবার ফজর নামাজের পর এই কর্মসূচী পালিত হয়।
এর আগে প্রতারণা, অর্থ আত্মসাতসহ কয়েকটি মামলায় ইভ্যালির সিইও এবং চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রিমান্ড শেষে এখন কারাগারেই আছেন তাঁরা। কয়েকদফা জামিন চেয়ে জামিন মিলেনি।
দিকে ইভ্যালির কার্যক্রম পরিচালনা করতে পাঁচ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে দিয়েছে হাইকোর্ট।
এই বোর্ডের প্রধান সাবেক বিচারপতি এএইএম শামসুদ্দিন চৌধুরী মানিক। বোর্ডের প্রথম সভা শেষে তিনি গণমাধ্যমে বলেন, প্রতিষ্ঠানটির সিইও প্রতিমাসে দুবাই যেতেন। তাই তারা ধারণা করছেন অর্থ পাচার করতেই দুবাই যেতেন।
এছাড়া তারা ইভ্যালির কার্যালয়ে দুটি সিন্দুকের সন্ধান পেয়েছেন।
এই বক্তব্য দেয়ার পর এর প্রতিবাদ জানিয়ে ও বক্তব্য প্রত্যাহার করতে ৭দিনের সময় দিয়ে আইনী নোটিশ পাঠিয়েছে ইভ্যালির আইনী দল।
এদিকে ইভ্যালির রাসেলের মুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে নানা কর্মসূচী পালন করে যাচ্ছেন ইভ্যালির গ্রাহক ও মার্চেন্টরা।
নিউজ গার্ডিয়ান/এমএ/