কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের ৯ সদস্যকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী পরিষদ। তবে সাংগাঠনিক অপরাধের দায় স্বীকার করে পরিষদ বরাবর আবেদন করলে শাস্তি পুর্নবিবেচনা করা হবে।
পরিষদের সভাপতি দিপক চন্দ্র মজুমদার ও সাধারণ সম্পাদক মো: মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, পরিষদের সদস্য কামরুল হাসানকে সদস্যপদ বাতিল ও দুইটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। একটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না নাছির উদ্দিন, মো. জিয়াউর রহমান, মো. হাবিবুর রহমান, মো. আবদুল কাদের। এতে প্রথম দুইজনের সদস্যপদও স্থগিত করা হয়েছে। অন্যদিকে মো. আবদুল আউয়ালের সদস্য পদ বাতিল, মো. শাহিনুর হোসেন ও আবুল বাসারকে তিরস্কার ও মো. সামছু মিয়াকে কর্মচারী পরিষদে নিষিদ্ধ করা হয়েছে।
উল্লেখ্য, সাংগঠনিক বিশৃঙ্খলারোধে গঠিত তদন্ত কমিটি কর্তৃক গত ৯ জানুয়ারি দাখিলকৃত চূড়ান্ত প্রতিবেদন অনুসারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে।