জমে উঠেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছে মিশা-জায়েদ এবং ইলিয়াস কাঞ্চন -নিপূণ প্যানেল।
নির্বাচনে দুই প্যানেলের সদস্যরাই পাস করার ব্যাপারে আশাবাদী। তবে যারাই পাস করুক, শিল্পীদের স্বার্থরক্ষায় কাজ করার প্রত্যাশা সবার।
ব্যান্ডপার্টি, নাচ ও স্লোগান, সাথে বাংলা সিনেমার অভিনেতারা-যে কেউ ভাবতে পারে কোনও সিনেমার শ্যুটিং। আদতে তা চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনি প্রচারণা।
বুধবার বিকেলে মনোনয়নপত্র জমা দেয় মিশা-জায়েদ প্যানেল। নায়িকা মোসুমী, তাদের প্যানেলের নতুন সংযুক্তি। পাস করলে অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি মিশা-জায়েদ প্যানেলের।
সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, করোনাকালে আমরা শিল্পীদের জন্য অনেক কর্মকাণ্ড পরিচালনা করেছি। তা ছাড়া শিল্পীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করাসহ আরও কিছু উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি। তাই আমিসহ আমার প্যানেলের সবাই নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী।
অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি আমি সভাপতি পদে নির্বাচন করব। আমি জীবনের এ পর্যায়ে এসে শিল্পীদের জন্য কিছু করতে চাই। চলচ্চিত্রের যে হারানো গৌরব ছিল তা ফিরিয়ে আনাই হবে আমার প্রধান লক্ষ্য।
এরআগে মনোনয়নপত্র দাখিল করে কাঞ্চন-নিপূণ প্যানেল। এই প্যানেলের নতুন চমক পরীমণি আর শাকিল খান। পূর্ণ প্যানেল জয়ী হবে এমন আশা তাদের।
এখন পর্যন্ত দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়ার বিষয় নিশ্চিত করেছে। দুই প্যানেলে একটির সভাপতি হিসেবে লড়বেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসেবে চিত্রনায়িকা নিপুন।
কাঞ্চন-নিপুন প্যানেলে সহ-সভাপতি হিসেবে নির্বাচন করবেন ফেরদৌস ও রিয়াজ। সহ- সাধারণ সম্পাদক পদে লড়বেন সাইমন সাদিক। সঙ্গে রয়েছেন নায়ক ইমনও। অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলে আগে যারা ছিলেন তাদের বেশিরভাগই এবারও প্রার্থী হচ্ছেন। বিশেষ করে তাদের সঙ্গে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল।
২৮শে জানুয়ারি হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।