মো: ওমর ফারুক জাবেদ
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাঙালি জাতির জন্য যেমন চরম শোক ও বেদনার তেমনি মাতৃভাষার অধিকার আদায়ের জন্য সর্বোচ্চ ত্যাগের মহিমায় উদ্ভাসিত একটি দিন।
এই মহান দিনের সম্মান ও তাৎপর্য তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও নানা অায়োজনে অান্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালন করেছে জাহাঙ্গীরনগর সোসাইটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ।
সূর্যোদয়ের সাথে সাথে প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ভাষা শহীদদের স্মরণে পতাকাটি অর্ধনমিত রাখা হয়।
সকাল দশটায় প্রাক প্রাথমিক ও প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কুইজ ও বক্তৃতা প্রতিযোগিতা এবং কলেজ শিক্ষার্থীদের জন্য ভাষা অান্দোলন ও শহীদ দিবসের তাৎপর্য বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতার অায়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বেলা সাড়ে এগারোটার দিকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী ও অালোচনা সভার অায়োজন করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে নয়টি ইভেন্টে সাতাশ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন জাহাঙ্গীরনগর ল্যাবরেটরি সোসাইটি স্কুল ও কলেজের অধ্যক্ষ সোহেল রানা।
পুরষ্কার হিসেবে বাংলাদেশের ভাষা অান্দোলন ও মুক্তিযোদ্ধ বিষয়ক বই প্রদান করা হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ সোহেল রানা সকল শিক্ষার্থী ও অভিভাকদেরকে বাংলা ভাষা শিখন ও লিখনের ক্ষেত্রে অারো যত্নশীল হতে বলেন এবং মহান ভাষা শহীদদের প্রেরণাকে সামনে রেখে জাতীয় জীবনে সকলের সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে প্রভাষক মোহাম্মদ অালীর সঞ্চালনায় সহকারি শিক্ষক মোহাম্মদ অাল অামিন সবুজ, প্রভাষক অাল মামুন, প্রভাষক অালমগীর গোলাপ ও প্রভাষক মানিক বাবু এবং কো অর্ডিনেটর মোহাম্মদ ওমর ফারুক সহ সকল সহকারী শিক্ষক ও প্রভাষকরা উপস্থিত ছিলেন।
এদিকে মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্কুল মাঠে চারদিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়। বই মেলাটি বুক টাইম প্রকাশনী ও জাহাঙ্গীরনগর সোসাইটি স্কুল ও কলেজের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।