আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং তাঁদের ফেসবুক পেইজে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এতে উল্লেখ করা হয়েছে, আগামী শনিবার রাত ১০ ঘটিকায় ধামাকা শপিংয়ের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এস এম ডি জসীমউদ্দীন চিশতী ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে গ্রাহক ও সেলারদের সাথে সংযুক্ত হবেন।
বিশেষভাবে লক্ষণীয়:
১. গ্রাহক, সেলার, ডেলিভারি পার্টনারসহ ধামাকার শুভানুধ্যায়ী যে কেউ মিটিং এ যুক্ত হতে পারবেন (রিটধারী ১৩০ জন সেলার ব্যাতীত)
২. মিটিং এর আলোচ্য বিষয় হলো শুধুমাত্র রিফান্ড কার্যক্রম। এই বিষয়ক যেকোন প্রশ্ন বা মতামত থাকলে তা এমডি মহোদয়কে উপস্থাপন করা যাবে।
৩. শনিবার বিকেলে মিটিং লিংক ধামাকা শপিং এর পেইজ থেকে শেয়ার করা হবে
৪. শুধুমাত্র প্রকৃত নামধারী অংশগ্রহণকারী অংশ নিতে পারবেন। ছদ্মনামের আবেদন বাতিল করা হবে।
৫. মিটিং চলাকালীন পুরো সময় ভিডিও অন রাখতে হবে
৬. ভেরিফিকেশনের স্বার্থে অংশগ্রহণকারীদের নিকট হতে ধামাকা কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট তথ্য জানতে চাওয়া হতে পারে।
প্রিয় সুধী, আমরা আলাদাভাবে গ্রাহক, সেলার ও সরকারি কর্মকর্তাদের জন্য বড় এমাউন্টের রিফান্ড কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে যাচ্ছি। প্রত্যেকের গুগল ফর্মে উল্লেখিত নিজ নিজ রিফান্ড মাধ্যমে প্রত্যেকের রিফান্ড পৌছে দেয়া হবে। মাননীয় এমডি মহোদয় এ বিষয়ক পূর্ণাঙ্গ প্রক্রিয়ার রুপরেখা আলোচ্য মিটিংয়ে তুলে ধরবেন এবং সামগ্রিক অবস্থার উপর আলোকপাত করবেন। এছাড়াও ছোট এমাউন্টের রিফান্ড কার্যক্রম ইতোমধ্যে চলমান আছে।
আপনাদের সর্বাত্মক সহযোগিতা বিশেষভাবে কাম্য।
নিউজ গার্ডিয়ান/ এমএ/