মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নবীন আগমনী উৎসবের আয়োজন করেছে।
শনিবার (২ জুলাই) সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে বিকালে ওই উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গান, কবিতা ও ‘হল্লাবোল ‘ নাটক পরিবেশনা করা হয়।
সংগঠনের সভাপতি তানজিলা ঋতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিফা সাজিদার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী শেখ ফরিদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার।
সংগঠনটির সভাপতি তানজিলা ঋতু শিক্ষায় নৈতিকতা ও শিক্ষক -শিক্ষার্থীদের কর্তব্য সম্পর্কে আলোচনা করেন। বর্তমানে শিক্ষার সংকট নিয়ে, এবং এর বিরুদ্ধে ছাত্র রাজনীতির লড়াকু ও বিপ্লবী ধারা হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টকে শক্তিশালী করার আহবান জানান।