মো আমান উল্লাহ, বাকৃবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে পশুবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক হিসেবে মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের প্রফেসর ড. মো. আরিফুল ইসলাম মনোনীত হয়েছেন।
শুক্রবার (১জুলাই) বাকৃবি সোনালী দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সহ-সভাপতি অধ্যাপক ড. এম. হারুণ-অর রশিদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমির হোসেন, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন, অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান মঞ্জিল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মাদ আশিক-ই-রব্বানী।
এছাড়া নবগঠিত ওই কমিটিতে সদস্য হিসেবে ১৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন।