বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের জন্য আবেদন করেছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং।
ই-কমার্সে চলমাস অস্থিরতা লাগবে বাণিজ্য মন্ত্রণালয় এই নিবন্ধনের ব্যবস্থা করেছে।
মন্ত্রনালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা এই নিবন্ধনের আওতায় না আসবে তাঁদের ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
ধামাকা শপিং নামের আলোচিত এই ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের অর্থ আত্মসাত করেছে বলে অভিযোগ উঠার পর প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
যদিও প্রতিষ্ঠানটির মালিক জসিম উদ্দিন চিশতি চিকিৎসার অজুহাতে অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
সেখান থেকে মাঝে মাঝে ফেসবুক লাইভে এসে গ্রাহকদেরকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন তিনি।
সর্বশেষ তিনি ছোট ছোট এমাউন্টের রিফান্ড দেয়া শুরু করেছেন বলে জানিয়েছেন।
নিউজ গার্ডিয়ান/ এমএ/