ভারতের হায়দরাবাদের জনপ্রিয় নায়িকা সাই পল্লবীর নতুন ছবি ‘শ্যাম সিংহ রায়’ মুক্তি পেয়েছে কয়েকদিন আগে। নিজের অভিনয় করা এ ছবিটি দেখে দর্শকদের প্রতিক্রিয়া কেমন সেটি জানতে শ্রী রামলুলু হলে গিয়েছিলেন তিনি।
অবশ্য নতুন ছবি বাজারে আসার পর সব নায়ক-নায়িকারাই হলে যান। দেখতে যান তাদের ছবি দেখে মানুষ কি বলছে। অন্যদের মতোও সাই পল্লবী গেছেন হলে।
তবে তিনি গেছেন বোরকা পরে! শ্যাম সিংহ রায় ছবিটি সাধারণ দর্শকের সত্যিকারের অনুভুতি কেমন সেটি দেখতে বোরকা পরে হলে উপস্থিত হন তিনি। এতে করে হলে থাকা দর্শকদের কেউ বুঝতেও পারেনি ছবির নায়িকাও তাদের সঙ্গে বসে আছেন।
ছবি শেষ হওয়ার পর যখন নিজের গাড়িতে উঠতে যাবেন তিনি তখন মুখ খোলেন। তার এমন কান্ডের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়েছে নেট দুনিয়ায়।
সাই পল্লবীর সঙ্গে এ ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা নানি। এই ছবিটিতে তিনি রসি নামে একজন বাঙালি নারীর চরিত্রে অভিনয় করেছেন।