এমডির শারীরিক অসুস্ততাজনিত কারন দেখিয়ে পূর্বনির্ধারিত মিটিংয়ের তারিখ পরিবর্তন করেছে ধামাকা শপিং।
শনিবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে এই তথ্য জানান।
এতে বলা হয়, আমাদের এমডি মহোদয় পূর্বনির্ধারিত আজকের মিটিং এ উপস্তিত থাকতে না পারার কারনে মিটিং টি আগামী সোমবার রাত ১০টায় অনুষ্ঠিত হবে। ধামাকা অফিশিয়াল পেইজ থেকে মিটিং এর দিন বিকেলে জয়েন লিংক শেয়ার করা হবে, যা সবার জন্য উন্মুক্ত (১৩০ জন রিটধারী সেলার ব্যাতীত)।
এছাড়াও আমরা আগামী সপ্তাহ থেকে দৈনিক ৫০-৭০ জনকে নতুন চেক প্রদান করবো। প্রত্যেককে নতুন চেক গ্রহণের সময় সংগে করে পুরানো চেক নিয়ে আসতে হবে, যা আমরা ফেরত নিয়ে নিবো। এ বিষয়ক দৈনিক ভিত্তিতে ৫০-৭০ জন চেকগ্রহীতার তালিকা প্রকাশ করা হবে। গুগল ফর্মের ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হবে সুতরাং যারা এখনো ফর্ম পূরণ করেননি, দ্রুত পূরণ করার অনুরোধ রইলো।
আপনারা অবগত আছেন যে, ছোট পর্যায়ের রিফান্ড কার্যক্রম ইতোমধ্যে চলমান আছে। দ্রুততম সময়ের মধ্যে বড় পর্যায়ের রিফান্ড কার্যক্রম শুরু করা হবে। সোমবারের মিটিং এ উক্ত বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে এবং আপনাদের যেকোন প্রশ্ন বা অভিমত আপনারা উপস্থাপন করতে পারবেন।
নিউজ গার্ডিয়ান/ এমএ/