প্রথমেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্টের খবর
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলার শুরুতেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন সাকিব আল হাসান। এক মধ্যে রোস্টন চেজের এক ওভারেই ৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তার ফলও পেয়েছে দল। এই দুজনের জুটিতে শতরানের বেশী রান এসেছে। আর দ্রুতই তিনশ’ ছাড়িয়েছে বাংলাদেশের রান। তবে সেঞ্চুরির পথে ছুটতে থাকা সাকিবকে ব্যক্তিগত ৮০ রানে গালিতে থাকা শাই হোপের ক্যাচে পরিণত করে এই জুটি ভাঙেন উইন্ডিজ পেসার কেমার রোচ। বাংলাদেশের স্কোর- ৩০১/৬।
তাবলিগ জামাতের অবস্থানের কারণে বিমানবন্দর সড়কে তীব্র যানজট
তাবলিগ জামাতের দুই গ্রুপের অবস্থানের কারণে টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তাবলিগের একজন মুরুব্বি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ইজতেমা ময়দানে ‘পাহারা’ বসিয়েছে বিবাদমান দু’টি পক্ষের একটি। তাদের অবস্থানের কারণেই আশপাশের সড়কগুলোতে যানবাহন চলাচলে ধীরগতি নেমে এসেছে।
বীরপ্রতীক তারামন বিবি আর নেই
একাত্তরের রণাঙ্গনের বীরকন্যা বীরপ্রতীক তারামন বিবি আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর।
শুক্রবার (৩০ নভেম্বর) মধ্যরাত দেড়টায় কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচরিপাড়ায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে বক্ষব্যাধিসহ নানা রোগে ভুগছিলেন তারামন বিবি। গত ৮ নভেম্বর রাজীবপুর থেকে নিয়ে ময়মনসিংহ সিএমএইচে (সম্মিলিত সামরিক হাসপাতাল) ভর্তি করা হয় তাকে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয় তারামন বিবিকে। সেখানে চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে সপ্তাহখানেক আগে তাকে রাজীবপুরের বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়।
স্বজনরা জানান, শুক্রবার রাত ১০টার দিকে তারামন বিবির শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। তখন তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন বাড়িতেই প্রয়োজনীয় চিকিৎসা দেন। কিন্তু রাত দেড়টার দিকে মৃত্যুবরণ করেন তারামন বিবি।
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সন্তানসহ এক দম্পতি দগ্ধ হয়েছে। শনিবার ভোরে আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার মোস্তাফা দেওয়ানের বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মো. আকরাম (৩০) ও তার স্ত্রী লাবনী আক্তার (২৫) ছেলে আশিকুর রহমান (৮)। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালী থানা এলাকায়। দম্পতি দুইজনই আশুলিয়ায় একটি পোশাক কারখানায় কাজ
করেন।
দগ্ধ লাবনী জানান, তারা আশুলিয়ার পশ্চিম বাইপাইল এলাকার মোস্তাফা দেওয়ানের বাড়ির একটি কক্ষে ভাড়া থাকেন। ভোরে রান্না করার জন্য তার স্বামী গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে সন্তানসহ তারা তিন জন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিউটে তাদের ভর্তি করা হয়।
নিউজ গার্ডিয়ান/এমএ/