ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায় এক নারী তার স্বামীর বাড়ি থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ লাখ টাকা “হাতিয়ে” অটোচালকের সঙ্গে পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেই নারীর স্বামী পেশায় একজন ব্যবসায়ী, তার বেশ কয়েক কোটি টাকার সম্পদও রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর থেকে ওই ব্যক্তির স্ত্রী নিখোঁজ ছিলেন। সেই রাতে বাড়ি না ফেরায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগপত্রে তিনি জানান, তার স্ত্রী বাড়িতে ফিরেনি এবং বাড়ি থেকে প্রায় ৫৪ লক্ষ টাকা গায়েব হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন যে, টাকাগুলো নিয়ে একজন অটোচালকের সঙ্গে তার স্ত্রী পালিয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেই অটোচালক ওই নারীর থেকে বয়সে প্রায় ১৩ বছরের ছোট। থানায় অভিযোগ পেয়ে ঘটনাটির তদন্তে নামে পুলিশ। তারপর সেই অটোচালকের এক বন্ধুর বাড়ি থেকে প্রায় ৩৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। কিন্তু, এখন পর্যন্ত সেই নারী ও অটোচালকের কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিউজ গার্ডিয়ান/ এমএ/