বয়স ৮৬ বছর ছুঁয়েছে। চেহারায় সেটার ছাপ স্পষ্ট। কিন্তু চোখেমুখে হাসি যেন উথলে পড়ছে। লালচুলের এই নারীর নাম সালিনা স্টেইনফেল্ড। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) ইসরায়েলের জেরুজালেমে অনুষ্ঠিত ‘মিস হলোকাস্ট সারভাইভার’ নামের প্রতিযোগিতায় বিজয়ী হন এই ইসরায়েলি নারী।
সালিনার জন্ম রোমানিয়ায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানেই নাৎসি বাহিনীর আক্রমণের শিকার হন তিনি। নাৎসি বাহিনীর ব্যাপক গণহত্যার পরিপ্রেক্ষিতে ১৯৪৮ সালে ইসরায়েলে পাড়ি জমান এই নারী। তখন থেকে ইসরায়েলের বসবাস করে আসছেন তিনি।
এবারের আয়োজনে ১০ জন নারী অংশ নিয়েছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নারীদের বয়স ৭৯ থেকে ৯০ বছরের মধ্যে। সবাই নাৎসি বাহিনীর ধ্বংসযজ্ঞের শিকার। কারও জন্ম রোমানিয়ায়। কারও সাবেক যুগোস্লাভিয়ায়। কারও বর্তমান ক্রোয়েশিয়ায়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তাঁরা সবাই ইসরায়েলে বসবাস করছেন।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ৮৭ বছরের কুকা পালমন। নাৎসি গণহত্যার মুখে তিনি রোমানিয়া থেকে ইসরায়েলে আশ্রয় নিয়েছিলেন। ব্যক্তিজীবনে দুই সন্তান, চার নাতি-নাতনি এবং দুই প্রপৌত্র-প্রপৌত্রী রয়েছে তাঁর। কুকা পালমন বলেন, ‘এই বয়সে এসে এমন একটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
নিউজ_গার্ডিয়ান/এমআই/